আন্তর্জাতিক

কাতারে বাংলাদেশী স্বেচ্ছাসেবক গ্রুপের উদ্যোগে জার্সি বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশী স্বেচ্ছাসেবক গ্রুপের উদ্যোগে জার্সি বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, দুপুর ১২:৫৪ আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ভোর ৩:২১

কাতারের আলসাদ শহরের আল আরব ইন্টারন্যাশনাল একাডেমিতে শুক্রবার (১২ অক্টোবর) বাংলাদেশী স্বেচ্ছাসেবক কাতার গ্রুপের আয়োজনে জার্সি বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়। বাংলাদেশী স্বেচ্ছাসেবক সদস্যদের উৎসাহিত করতে ও তাদের মাঝে ঐক্য তৈরি করতে এই আয়োজনটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। যারা পূর্বেই জার্সির জন্য নিবন্ধন করেছিলেন, তাদের মধ্যে নতুন জার্সি বিতরণ করা হয়। টুর্নামেন্টে ৪টি দল অংশ নেয়, যা সম্পূর্ণভাবে বাংলাদেশী স্বেচ্ছাসেবক কাতার গ্রুপের সদস্যদের নিয়ে গঠিত ছিল। টুর্নামেন্টে বাংলাদেশী স্বেচ্ছাসেবক সদস্যদের সংখ্যা ছিল প্রায় ১৩০ জন, যা কাতারে বাংলাদেশী প্রবাসীদের মধ্যে স্বেচ্ছাসেবী কাজের প্রতি গভীর আগ্রহের প্রমাণ। ফুটবল খেলা ছাড়াও, পূর্বের ফেসবুক গ্রুপে আয়োজিত অনলাইন অভিজ্ঞতা কর্মসূচি শেয়ার করার জন্য অংশগ্রহণকারীদের মগ পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্ট শেষে বিজয়ী দল ও সকল খেলোয়াড়দের মেডেল দিয়ে সম্মাননা জানানো হয়। এর আগে, ফিফা বিশ্বকাপ কাতার, এএফসি এশিয়ান কাপ এবং আরব কাপে বাংলাদেশী স্বেচ্ছাসেবক সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা কাতারে নিয়মিতভাবে সমুদ্র পরিষ্কার, রক্তদান কর্মসূচি ও বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে অংশ নিচ্ছেন, যা তাদের প্রবাস জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।