সারাদেশ

হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, দুপুর ১২:৫২

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে গিয়াস উদ্দিন (৮২) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হওয়ার পর তার মরদেহ শনিবার সকালে উদ্ধার করা হয়। গিয়াস উদ্দিন ছিলেন ওই গ্রামের মৃত আমজত আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করা হয় এবং মাইকিং করা হয়। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয় যে বৃদ্ধ হয়তো বাড়ির পাশের পুকুরে পড়ে গেছেন। পরবর্তীতে জেলেদের সহযোগিতায় পুকুরে জাল ফেলে সন্ধান করা হলে মাছের সঙ্গে বৃদ্ধের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১২ অক্টোবর) সকালে তার নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।