সারাদেশ

ডোমারের বোড়াগাড়ীতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ডোমারের বোড়াগাড়ীতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, রাত ৯:৫৮

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে পিয়াস রায় (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে উত্তর নয়ানী বাগডোকরা গ্রামের নতুন আশ্রম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পিয়াস রায় ছিলেন ওই গ্রামের বাসিন্দা গৌতম রায়ের পুত্র। স্থানীয়দের তথ্যমতে, দুর্ঘটনার সময় বাড়ির সবাই দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত ছিলেন। খেলার ছলে শিশুটি বাড়ির কাছের পুকুরের দিকে যায়। দীর্ঘক্ষণ পিয়াসকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে, দুপুর আনুমানিক ২টার দিকে শিশুটির বাবা পুকুরের পানিতে পিয়াসকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।