ঢাকা জেলার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যার অভিযোগে রিয়াজুল ইসলাম (৫০), সাবেক সাভার পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড সভাপতি, গ্রেফতার হয়েছে। র্যাব-৪ এর অভিযানে ১০ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জামসিং এলাকায় তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, ০৫ আগস্ট ২০২৪ তারিখে, রিয়াজুল ইসলামের নেতৃত্বে নিরীহ ছাত্র ও জনতার ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এই ঘটনার ফলে কয়েকজন ছাত্র ও জনতা প্রাণ হারান। পরে, নিহতদের পরিবার আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে রিয়াজুল ইসলাম আত্মগোপনে ছিলেন।
র্যাবের তথ্যমতে, রিয়াজুল ইসলাম দলীয় প্রভাব বিস্তার করে সন্ত্রাস, চাঁদাবাজি, ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র আন্দোলন প্রতিহত করার চেষ্টা করার কথা স্বীকার করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত