সারাদেশ

চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে চলছে মাছ শিকার: হুমকির মুখে সকল প্রজাতির জলজ জীব

চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে চলছে মাছ শিকার: হুমকির মুখে সকল প্রজাতির জলজ জীব

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, রাত ৯:৫১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বর্ষার শুরু থেকে নিষিদ্ধ 'চায়না দুয়ারি' জাল দিয়ে মাছ শিকার জেলেদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। স্বল্প পরিশ্রমে বেশি আয় করায় এই জাল ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী, খাল, বিল, এবং হাওরের দেশীয় মাছসহ সকল প্রকার জলজ প্রাণী। সচেতনমহল আশঙ্কা প্রকাশ করেছেন, এই জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির মুখে পড়তে পারে। চায়না দুয়ারি জাল এতটাই কার্যকর যে উভয় দিক থেকে ছুটে আসা ছোট-বড় মাছ সহজেই এতে আটকা পড়ে, যার ফলে জলজ জীবনের ক্ষয়ক্ষতি আশঙ্কাজনক হারে বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এই জালে আটকা পড়া মাছ বা অন্যান্য জলজ জীবনের জন্য আর কোনো মুক্তির পথ নেই, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় বাধা সৃষ্টি করছে। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলম জানান, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা রোধে প্রচার অভিযান চালানো হয়েছে এবং আইন অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।