চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যার সমাধান নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকালে স্কুলের প্রধান শিক্ষক মারুফুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতৃবৃন্দ এবং অভিভাবকরা স্কুলের বিভিন্ন সমস্যা, বিশেষ করে বাথরুম নির্মাণ কাজের ধীরগতি নিয়ে আলোচনা করেন।
স্থানীয় নেতৃবৃন্দ, যেমন মোঃ মুনিরুল ইসলাম মুনির, সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, নাজনীন ফাতেমা জিনিয়া এবং অন্যান্যরা তাদের মতামত ব্যক্ত করেন। তারা চলমান সরকারি নির্মাণ কাজের দ্রুত সম্পন্ন করার জন্য প্রধান শিক্ষককে সাথে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের সিদ্ধান্ত নেন। স্কুলের উন্নয়নের জন্য স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন আসিফ, মাসুম, তানভীরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
মতামত