সারাদেশ

কুড়িগ্রামে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে দুই যুবক গ্রেফতার

কুড়িগ্রামে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে দুই যুবক গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৪৯

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুই যুবক শাহীন আলম ও লাভলুকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় জনগণের তোপের মুখে শনিবার (১২ অক্টোবর) দুপুরে শাহীন আলমকে স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন নিজেই পুলিশকে ফোন করে তার অবস্থান জানানোর পর গ্রেফতার করা হয়। এলাকাবাসীর প্রতিবাদের পর রাজারহাট থানার সামনে মুসলিম জনতা ও শিক্ষার্থীরা সমাবেশ করে শাহীন আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ সূত্রে জানা যায়, শাহীন আলম তার ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তির স্ট্যাটাস দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধর্মপ্রাণ মানুষজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।