সারাদেশ

সাতক্ষীরার কালিয়ানি সীমান্তে পাচারকালে আটক ২

সাতক্ষীরার কালিয়ানি সীমান্তে পাচারকালে আটক ২

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৪৬

সাতক্ষীরা জেলার কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। গত ১১ অক্টোবর, দুপুর আনুমানিক ১১:৪৫ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির কালিয়ানি বিওপির একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, দুই বাংলাদেশী নাগরিক কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করবে। এরপর কালিয়ানি বিওপির সাংঘন সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির আভিযানিক দলটি কৌশলে ওই স্থানে অবস্থান নেয়। অভিযানকালে মোঃ আজিজুল গাজী (৪৫) এবং মোছাঃ শাহানারা খাতুন (৪২) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১,৫০০ টাকা বাংলাদেশি মুদ্রা, ২,৪৫০ টাকা ভারতীয় রুপি, ২টি মোবাইল ফোন, এবং ভারতীয় এনআইডি কার্ডসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পলাতক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।