সারাদেশ

সাংস্কৃতিক জাগরণের মূলে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য: ডাঃ শফিকুল ইসলাম

সাংস্কৃতিক জাগরণের মূলে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য: ডাঃ শফিকুল ইসলাম

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৪৩

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তার বাস্তবমুখী পদক্ষেপের ফলেই দেশের সাংস্কৃতিক অঙ্গনে নবজাগরণের সূচনা হয়। শনিবার (১২ অক্টোবর) সকালে গাজীপুরে নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কমিটিকে স্বাগত জানিয়ে এই কথা বলেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, একুশে পদক এবং স্বাধীনতা পদকসহ নানা অর্জনের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠার মূল কারিগর ছিলেন শহীদ জিয়া। তারেক রহমানের আহ্বান অনুসারে বিএনপি'র সাংস্কৃতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান ডাঃ শফিকুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, জিসাসের গাজীপুর জেলা নবগঠিত আহ্বায়ক মোখতার আহমেদ, সদস্য সচিব কায়উম খান, এবং অন্যান্য নেতৃবৃন্দ।