সারাদেশ

শাহজাদপুরে আলোচিত তারা হত্যা মামলার প্রধান আসামি মমতাজ গ্রেফতার

শাহজাদপুরে আলোচিত তারা হত্যা মামলার প্রধান আসামি মমতাজ গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৩৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা হত্যা মামলার প্রধান আসামি মমতাজ প্রাংকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এবং র‍্যাব-১২ এর যৌথ বাহিনী। শনিবার (১২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‍্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম. আবুল হাশেম সবুজ। গত ৬ আগস্ট ২০২৪ তারিখে শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামে নিহত তারা সরকার ওরফে জুলমত সরকারকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মমতাজকে শুক্রবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মমতাজ প্রাং (৬০) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের মৃত জবান আলী প্রাং-এর ছেলে। ঘটনার দিন দুর্বৃত্তরা লাঠি, লোহার রড, এবং চাইনিজ কুড়াল দিয়ে তারা সরকারকে আঘাত করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মেয়ে মিতু খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যার ভিত্তিতে র‍্যাব অভিযানে নামেন। গ্রেফতারকৃত মমতাজকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।