সারাদেশ

রাজারহাটে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ব্যারিস্টার রবিউল আলম সৈকত

রাজারহাটে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ব্যারিস্টার রবিউল আলম সৈকত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৩৭

কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। শুক্রবার (১১ অক্টোবর) অষ্টমী উপলক্ষে রাজারহাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপি'র সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনীত প্রার্থী ব্যারিস্টার রবিউল আলম সৈকত। পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপি'র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী শিকদার, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রায়হানুল কবির কানন, যুবদল নেতা তারেক রহমান, নুর আহসান হাবিব হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। ব্যারিস্টার রবিউল আলম সৈকত বলেন, "দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে, এবং উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন হচ্ছে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই এবং বিএনপি নেতাকর্মীরা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পূজা মন্ডপগুলোতে দায়িত্ব পালন করছে। বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে, এবং থাকবে।"