সারাদেশ

পিরোজপুরে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, দুই ছাত্রলীগ কর্মী আটক

পিরোজপুরে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, দুই ছাত্রলীগ কর্মী আটক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৩৫

মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে পিরোজপুরের নাজিরপুর থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে পিরোজপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রাকিবুল হাসান (২২) এবং শ্রীরামকাঠী ইউনিয়নের সৈকত মৃধা (২২)। নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ নিশ্চিত করেন যে তারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আউয়াল সমর্থিত ছাত্রলীগ কর্মী। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান জানান, ফেসবুকে কটূক্তি সংক্রান্ত স্ট্যাটাস ও কমেন্টের ফলে এলাকায় উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের একজনকে নারায়ণগঞ্জ থেকে এবং অপরজনকে নিজ এলাকা থেকে আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়, তবে কিছু শিবির কর্মীর উপস্থিতির কারণে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।