টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব। তিনি মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
সাঈদ সোহরাব তার বক্তব্যে শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের আহ্বান জানান। তার সফরে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাসদের যুগ্ম আহ্বায়ক গাজী মাসুদ শিকদার, বানাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. লিটন হাসান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম রাসেল, মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় মন্দির কমিটি উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সাঈদ সোহরাবকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আন্তঃধর্মীয় সম্প্রীতির উদ্যোগকে এগিয়ে নেওয়ার কথা বলেন। এই পরিদর্শন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয় এবং ধর্মীয় সহমর্মিতা আরও সুদৃঢ় করে।
মতামত