সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কৃষক মোঃ কামরুল হক (৩২) প্রথমবারের মাল্টা চাষ করেই দারুণ সফলতা অর্জন করেছেন। তার বিশাল বাগানে থোকায় থোকায় ঝুলছে বারি-১ জাতের সবুজ মাল্টা, যা ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালগুলো।
২০২০ সালে দুই বিঘা পতিত জমিতে মাল্টা চাষ শুরু করেন কামরুল। এ পর্যন্ত জমি প্রস্তুত, সার ও অন্যান্য খরচ মিলিয়ে তার ব্যয় হয়েছে প্রায় দুই লাখ টাকা। প্রথম বছরেই তিনি এক লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন এবং এ বছর ২-৩ লক্ষাধিক টাকার মাল্টা বিক্রির আশাবাদী।
কামরুলের মতে, এ বছর মাল্টার ভালো ফলন হওয়ায় সব খরচ উঠে আসবে এবং আগামী বছরে লাভ আরও বাড়বে। তিনি বলেন, তাড়াশ উপজেলা কৃষি অফিসের সহায়তায় চারা সংগ্রহ করে চাষ শুরু করেন এবং যথাযথ পরিচর্যার ফলে ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, কামরুলের বাগানে গাছপ্রতি ১৫-২০ কেজি মাল্টা উৎপাদিত হচ্ছে এবং বাজারমূল্য হিসেবে প্রতিটি গাছ থেকে দুই হাজার টাকার বেশি আয় করতে পারবেন তিনি।
মতামত