সারাদেশ

শাহজাদপুরে চাইল্ড সাইট ফাউন্ডেশনের স্থায়ী সেন্টারের শুভ উদ্বোধন

শাহজাদপুরে চাইল্ড সাইট ফাউন্ডেশনের স্থায়ী সেন্টারের শুভ উদ্বোধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, দুপুর ২:৩২

সিরাজগঞ্জের শাহজাদপুরে মানবিক উদ্যোগের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চাইল্ড সাইট ফাউন্ডেশনের স্থায়ী সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার নুকালী গ্রামে অত্যাধুনিক এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাইল্ড সাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত ও তার সহধর্মিণী ফাহমিদা মুহিত সেন্টারটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায়হান, যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার ভূঁইয়াসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া চাইল্ড সাইট ফাউন্ডেশনের সেবাগ্রহীতা প্রতিবন্ধী শিশুরা এবং তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, "এই সেন্টারটি শুধু শাহজাদপুর নয়, পুরো সিরাজগঞ্জের জন্য একটি বড় অবদান। আমরা চাই, প্রতিবন্ধী শিশুরা যেন সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত হতে পারে এবং তাদের জন্য প্রয়োজনীয় সকল সেবা ও সহযোগিতা আমরা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।" চাইল্ড সাইট ফাউন্ডেশন সেন্টারটি বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা এবং বিনোদনের সুযোগ প্রদান করবে। এছাড়াও সেন্টার থেকে বিনামূল্যে হুইলচেয়ারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়, যা দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে বিশেষভাবে সহায়তা করছে। প্রতিবন্ধী শিশুর এক অভিভাবক তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "শাহজাদপুরে এই ফাউন্ডেশনটি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছি যা আমাদের জীবনে অনেক বড় স্বস্তি এনে দিয়েছে। এই ফাউন্ডেশন না থাকলে আমরা আমাদের সন্তানদের এই সহায়তাগুলো দিতে পারতাম না।" এই সেন্টারটি স্থানীয়ভাবে বিশেষ প্রশংসা অর্জন করেছে, কারণ এটি সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।