সারাদেশ

র‍্যাবের জালে আটক-৫ মাদক ব্যবসায়ী

র‍্যাবের জালে আটক-৫ মাদক ব্যবসায়ী

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, সন্ধ্যা ৬:৫০

জয়পুরহাটের সদর থানাধীন র‌্যাব-৫ মাদক বিরোধী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। বরিবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার ভাদসা গুচ্ছগ্রাম এলাকায় এ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ গ্রাম গাঁজা ও ০৬ পিচ ট্যাপেন্টাডলসহ তাদেরকে আটক করে র‌্যাব-৫ এর চৌকস আভিযানিক একটি দল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন উভয়ের জয়পুরহাট জেলার সদর থানার ভাদসা গ্রামের মো: রমজান ছেলে লিটন মিয়া (৩২), মৃত বাচ্চু মিয়ার ছেলে, মনসুর আলী (৩১), আবু কাশেমের ছেলে সাধন হোসেন (২৪), নুরুল ইসলামের ছেলে, সাগর হোসেন (২৬), ও-শ্রী মংলা কর্মকারের ছেলে শ্রী উজ্জল কর্মকার (৪৩) সকলের সাং-ভাদসা গুচ্ছগ্রাম, থানা-সদর, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী লিটন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মনসুর , সাধন, সাগর ও উজ্জল এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত উল্লেখ্য যে, কয়েকদিন ধরে র্যা ব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।