সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ ডলার তালুকদার (৩৭) কে র্যাব-১২ এর সদস্যরা গ্রেফতার করেছে।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার, লে. কমান্ডার বিএন. এম আবুল হাশেম সবুজ।
র্যাব-১২ এর সদর কোম্পানি ১০ অক্টোবর ভোরে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ধামাইনগর ইউনিয়নের সরাইল এলাকায় অভিযান চালিয়ে ডলার তালুকদারকে গ্রেফতার করে। ডলার তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর ইছা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
মামলার বিবরণী অনুযায়ী, গত ১ অক্টোবর সিরাজগঞ্জ থানার বহুলী ইউনিয়নে ভিকটিম মোছাঃ ফাতেমা খাতুনকে জোরপূর্বক ইউক্যালিপটাস গাছের বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনায় আহত ভিকটিম পরে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি হন এবং ৫ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১২ এর সফল অভিযানে ডলার তালুকদারকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত