অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র আন্দোলনের নৃশংস গণহত্যার বিচারকাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, "আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর, আর এই সপ্তাহের মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠিত হবে। আমরা ইতোমধ্যে প্রচুর আলামত সংগ্রহ করেছি, যা বিচারপ্রক্রিয়ার দ্বিধা ও প্রশ্ন দূর করবে।"
তিনি আরও বলেন, "এই দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই সমান অধিকারভুক্ত নাগরিক। দূর্গাপূজা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা প্রয়োজন।"
মতামত