সারাদেশ

ছাত্র আন্দোলনের গণহত্যার বিচার শিগগিরই শুরু হবে: ড. আসিফ নজরুল

ছাত্র আন্দোলনের গণহত্যার বিচার শিগগিরই শুরু হবে: ড. আসিফ নজরুল

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, রাত ১:৫২

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র আন্দোলনের নৃশংস গণহত্যার বিচারকাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, "আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর, আর এই সপ্তাহের মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠিত হবে। আমরা ইতোমধ্যে প্রচুর আলামত সংগ্রহ করেছি, যা বিচারপ্রক্রিয়ার দ্বিধা ও প্রশ্ন দূর করবে।" তিনি আরও বলেন, "এই দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই সমান অধিকারভুক্ত নাগরিক। দূর্গাপূজা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা প্রয়োজন।"