বগুড়ার শিবগঞ্জে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান শিবগঞ্জ মিউনিসিপাল গ্রামার স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় শিবগঞ্জের শিশুপার্ক এলাকায় স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্কুলের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে হোসনা আফরোজা বলেন, “এই স্কুল ভবিষ্যতে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করবে এবং শিবগঞ্জের শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুন নাহার, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল এবং শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামসহ স্থানীয় শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মতামত