নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর ২০২৪) বিকেলে আব্দুলপুর কদমতলা বাজারে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলী আকবর এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপির উন্নয়নমুখী রাজনীতির দিক তুলে ধরে বলেন, "বিএনপি সবসময় মানুষের জন্য কাজ করে এবং উন্নয়নের রাজনীতি করে। লালপুর ও বাগাতিপাড়ার উন্নয়নে আমরা সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।" তিনি বড়াল নদী সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, "এটি সংস্কার করা হলে লালপুর-বাগাতিপাড়ার কৃষি চাষাবাদে সেচ সুবিধা নিশ্চিত হবে।"
এছাড়াও বক্তব্য রাখেন আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুর রহমান আরিফ, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ এবং দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টমি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন মিল্টন, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদুৎসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মতামত