সারাদেশ

ভূঞাপুরে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ ও মৎস্য ব্যবসায়ীদের আলোচনা সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ ও মৎস্য ব্যবসায়ীদের আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:৩৭

টাঙ্গাইলের ভূঞাপুরে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ি ইউনিটের ভেতরে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, বরফ কল মালিক এবং গোবিন্দাসী বাজারের ব্যবসায়ীরা। আলোচনার মূল বিষয় ছিল মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে যমুনা নদীতে মৎস্য আহরণ বন্ধ রাখা। আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত যমুনা নদীতে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে বলে সভায় জানানো হয়। মৎস্য ব্যবসায়ীদের সচেতন করতে উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দেন যে তারা সরকারি আইন মেনে চলবেন এবং নৌ পুলিশের সঙ্গে সার্বিক সহযোগিতা করবেন। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, "মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন যমুনা নদীতে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"