রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামীকাল (১২ অক্টোবর) ১৬তম বিশ্ববিদ্যালয় দিবস ও ১৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে নতুন প্রধান ফটকের উন্মোচন ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। ইতোমধ্যে পুরো ক্যাম্পাস আলোকসজ্জা ও সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে, আলপনায় রাঙানো হয়েছে বিজয় সড়কসহ বিভিন্ন সড়ক।
প্রধান ফটক উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দিনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং আশাবাদ ব্যক্ত করেছে যে, নতুন ফটক বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার প্রতীক হয়ে উঠবে।
ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ফজলুল হক বলেন, "বিশ্ববিদ্যালয় দিবস আমাদের প্রিয় প্রতিষ্ঠানটির যাত্রা ও অগ্রগতি স্মরণ করিয়ে দেয়। এটা শুধু বয়স বাড়ার বিষয় নয়, নতুন গবেষণা ও শিক্ষার অগ্রযাত্রায় অবদান রাখার সুযোগ।"
লোকপ্রশাসন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী রিফাত জেবিন ঋতু আবু সাঈদের স্মৃতিচারণ করে বলেন, "তার আত্মত্যাগ আমাদের জন্য বিজয় ও পরিচিতি এনে দিয়েছে।"
নবীন শিক্ষার্থী নুরুল হুদা শুভ জানান, "আমরা বিশ্ববিদ্যালয় দিবসে একটি অডিটোরিয়ামের দাবি জানাই এবং হলের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছি।"
বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আগামী দিনের সফলতার জন্য শিক্ষার্থীরা আশাবাদী, এবং আশা করছে, এই দিনটি তাদের প্রিয় প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
মতামত