সারাদেশ

মোংলায় পুজা মন্দির পরিদর্শনে বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম

মোংলায় পুজা মন্দির পরিদর্শনে বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:০৫

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম শুক্রবার (১১ অক্টোবর) শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মোংলা পৌরসভা ও আশপাশের বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির পরিদর্শন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি সোনাইলতলা, চিলা, সুন্দরবন, চাঁদপাই, বুড়িরডাংগা ও মিঠাখালি ইউনিয়নের পূজা মণ্ডপগুলোতে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি নেতা আবু হোসেন পনি, শেখ রুস্তম আলী, আবুল হোসেন বড়ো মিয়া, সুব্রত মজুমদার, নাজমুল হাওলাদার, নাছির উদ্দিন, সাহাবুদ্দিন ফকির এবং পৌর বিএনপি নেতা মাহাবুবুর রহমান মানিকসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। ড. শেখ ফরিদুল ইসলাম পূজামণ্ডপ পরিদর্শনকালে বলেন, "বিএনপি সব ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করি এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকারকে সর্বদা সমর্থন জানাই।"