সারাদেশ

কুড়িগ্রামে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

কুড়িগ্রামে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:১৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা দাখিল মাদরাসা মসজিদে নামাজরত অবস্থায় প্রাণ হারালেন আছর উদ্দিন নামের এক মুসল্লি। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে ফজরের নামাজ আদায় করার সময় এ ঘটনা ঘটে। আছর উদ্দিন উপজেলার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গুল মোহাম্মদের সন্তান। আছর উদ্দিনের চাচাতো ভাই নূরুন্নবী সরকার জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করতে আছর উদ্দিন বাড়ির পাশের মসজিদে যান। নামাজ আদায় করার সময় হঠাৎ করেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছয় সন্তান রেখে গেছেন। তার পরিবারটি অত্যন্ত দরিদ্র, এবং তার আয়েই পরিবারের জীবিকা নির্বাহ হতো। আছর উদ্দিনের মৃত্যুতে পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। স্থানীয় সমাজসেবক আনিছুর রহমান ব্যাপারী বলেন, "আছর উদ্দিন একজন ভালো মানুষ ছিলেন এবং সবসময় ধর্মের পথে চলতেন। তার মৃত্যু নামাজরত অবস্থায় মসজিদে হয়েছে, যা অত্যন্ত ভাগ্যের বিষয়। তার পরিবারের প্রতি সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাই।" ইসলামি চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ হানিফ উদ্দিন বলেন, "আল্লাহর ইচ্ছায় আছর উদ্দিনের মৃত্যু শুক্রবার ফজরের নামাজ পড়ারত অবস্থায় হয়েছে, যা অত্যন্ত সৌভাগ্যের। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন।" বেলা ১১টায় আছর উদ্দিনকে স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।