সারাদেশ

সাতক্ষীরার পূজামণ্ডপে চেয়ারম্যান আব্দুল আলীমের পরিদর্শন ও তারেক রহমানের উপহার

সাতক্ষীরার পূজামণ্ডপে চেয়ারম্যান আব্দুল আলীমের পরিদর্শন ও তারেক রহমানের উপহার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলার সদস্য সচিব এবং লাবসা ইউনিয়নের সাতবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম গতকাল দিনব্যাপী সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বল্লী, ঝাউডাঙ্গা, আগরদাড়ী, শিবপুর, কুশখালী এবং বাশদহ ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে উপস্থিত থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, ইসমাইল হোসেন নিরব, প্রভাষক আনারুল ইসলাম, সোহেল, আইয়ুব, জিল্লুর রহমান, রাব্বি, দেলোয়ার, আল-আমিন, সাদাত হোসেন, ছোট্ট শাহজাহান, সাইদুল এবং মনিরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। চেয়ারম্যান আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, "আমাদের দেশে সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও সমানাধিকারের অধিকার রয়েছে। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, এবং খ্রিস্টান সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করছি এবং তা অব্যাহত থাকবে। বিএনপির পক্ষ থেকে আমরা সবসময় ধর্মীয় সহাবস্থানের পক্ষে কাজ করছি।" পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা শেষে চেয়ারম্যান আব্দুল আলীম তারেক রহমানের পক্ষ থেকে উপহারস্বরূপ প্রতিটি মণ্ডপে নগদ অর্থ প্রদান করেন।