বগুড়া জেলা বেসওয়া শাখার পরিচিতি ও মতবিনিময় সভা বৃহস্পতিবার (১১ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় বগুড়া জেলা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্জেন্ট (অবঃ) এ বি এম রেজাউল করিম হিমু এবং সঞ্চালনা করেন সার্জেন্ট (অবঃ) আব্দুল বাতেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেসওয়া বগুড়া জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অবঃ) এ কে এম আজাদ মিয়া। তিনি তার বক্তব্যে বেসওয়াকে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, "একই প্লাটফর্মে থেকে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। সবাইকে একত্রিত থেকে কাজ করার আহ্বান জানান তিনি।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি ল্যা. কর্পো. (অবঃ) মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ দেলোয়ার হোসেন দুলাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, যেমন: সহ-সভাপতি ওয়া.অফিসার (অবঃ) মোঃ আজাদুল হক আজাদ, ওয়া.অফিসার (অবঃ) আলী হাসান, সার্জেন্ট (অবঃ) আব্দুল বারী এবং অন্যান্যরা।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানানো হয় এবং অবসরপ্রাপ্ত সকল সেনা সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে সভার সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সভার শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
মতামত