সারাদেশ

ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে মিঠামইনের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে মিঠামইনের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, দুপুর ২:৫০

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফার রহমান ভূইয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। অভিযানে কিশোরগঞ্জ জেলার উকিলপাড়া এলাকা থেকে বুধবার (৯ অক্টোবর) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. লুৎফার রহমান ভূইয়া (৪৫) ঢাকি ইউনিয়নের আতপাশা এলাকার আ. রব ভূইয়ার ছেলে এবং ঢাকি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ অগাস্ট মিঠামইন উপজেলাধীন মিঠামইন বাজারে বিএনপি অফিস আক্রমণ করে ভাঙচুর, অগ্নিসংযোগ, এবং আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়। এছাড়া ছাত্র-জনতার উপর গুলি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়, যা আইন শৃঙ্খলা বিঘ্নিত করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। মিঠামইন থানায় বাদী মো. লোকমান হোসেন (৪৫) এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করেন। র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।