শিক্ষাঙ্গন

ইবিতে মাহমুদুর রহমানের বক্তব্য: ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান

ইবিতে মাহমুদুর রহমানের বক্তব্য: ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, সকাল ১১:১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দৈনিক *আমার দেশ* পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, "ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আমি সাত দিনের সময় দিয়েছিলাম। রোববার সেই সময় শেষ হবে। রোববারের মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয়, তাহলে সোমবার থেকে আন্দোলন শুরু করবেন। আমি ঢাকায় মাঠে থাকবো, আর আপনারা এখানে মাঠে থাকবেন।" বৃহস্পতিবার দুপুর ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, "বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ভারতীয় হেজিমনির পতন হয়নি। আপনাদের ভারতীয় হেজিমনির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। যতদিন ভারতীয় হেজিমনি থাকবে, ততদিন বিপ্লব সফল হবে না।" এছাড়া, সরকারের সমালোচনা করে মাহমুদুর রহমান বলেন, "এই সরকার এখনো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমি কুষ্টিয়ায় এসে মামলা করার উদ্যোগ নিয়েছি, যেখানে হাসিনাকে মামলার প্রধান আসামি করা হবে।" সভায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও *আমার দেশ* পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. আব্দুল্লাহ, এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ শিক্ষার্থীরা।