সারাদেশ

শ্রীপুরে রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী শাখার শুভ উদ্বোধন

শ্রীপুরে রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী শাখার শুভ উদ্বোধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, সকাল ১০:৪৪

গাজীপুরের শ্রীপুরে রফিকরাজু ক্যাডেট একাডেমির বরমী বাজার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের আব্দুল গনী মোড়ল টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী বাজার শাখার প্রধান পরিচালক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক আল-আমিন আকন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরমী ইউনিয়ন বিএনপি সভাপতি আফাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফয়েজ আল মামুন ফকির, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম সরকার, এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাতা পরিচালক আল-আমিন আকন্দ তাঁর বক্তব্যে বলেন, মক্তব ভিত্তিক সহিহ্ কোরআন শিক্ষা, ছাত্রদের জন্য মসজিদ এবং ছাত্রীদের জন্য পর্দার ব্যবস্থা সহ উচ্চ মানের শিক্ষা প্রদানের অঙ্গীকার করেন। এছাড়া, অভিভাবকদের বসার সুযোগ এবং একটি মডেল স্কুল হিসেবে একাডেমিটি গড়ে তোলার পরিকল্পনা করেন। অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।