সারাদেশ

লালপুরে বিএনপির সুধি সমাবেশে তাইফুল ইসলাম টিপুর বক্তব্য: সম্প্রতির রাজনীতিতে বিশ্বাসী বিএনপি

লালপুরে বিএনপির সুধি সমাবেশে তাইফুল ইসলাম টিপুর বক্তব্য: সম্প্রতির রাজনীতিতে বিশ্বাসী বিএনপি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, রাত ১১:৫৬

নাটোরের লালপুরে বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) বিকেলে উপজেলার রুইগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সদস্য এলাহী বক্সের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। তারেক রহমান সকলকে শান্তিপূর্ণভাবে বসবাসের কথা বলেছেন। তিনি উল্লেখ করেন, "বিএনপির কোনো নেতা যদি আওয়ামী লীগ নেতা বা সাধারণ মানুষের কোনো সম্পদ দখল করেন, তবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তাইফুল ইসলাম আরও বলেন, বিএনপি সম্প্রতীর রাজনীতিতে বিশ্বাস করে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, বিলমড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদুৎ, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, থানা যুবদলের আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন, লালপুর থানা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।