সারাদেশ

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে অবৈধ যাতায়াতকারী ও গরু আটক

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে অবৈধ যাতায়াতকারী ও গরু আটক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:১৪

সাতক্ষীরার কাকডাঙা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিজিবি-৩৩ ব্যাটালিয়নের একটি দল কাকডাঙা সীমান্ত থেকে তাদের আটক করে। একই দিনে অপর এক অভিযানে তিনটি ভারতীয় গরুও আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন বরিশালের মো. সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনার লাকী আক্তার (২৫), এবং চুয়াডাঙার পাপিয়া খাতুন (২৪)। বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কাকডাঙা সীমান্তের কাছে অভিযান চালিয়ে সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে তাদের আটক করে। পরে তাদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও চান্দুড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা তিনটি গরু আটক করা হয়।