"আপনার সন্তানের চোখকে ভালোবাসুন" প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়, যেখানে অংশ নেন সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। র্যালিটি চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, ফারুক আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, এবং ডাঃ ইমরান জাভেদ।
আলোচনা সভায় জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় এবং হাসপাতালে ফ্রি চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সী রোগীরা এই সুযোগে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।
মতামত