সারাদেশ

বেলকুচি ভাঙ্গাবাড়ী ইউনিয়নে যুবদলের সেন্টার কমিটি গঠন ও আলোচনা সভাঅনুষ্ঠিত

বেলকুচি ভাঙ্গাবাড়ী ইউনিয়নে যুবদলের সেন্টার কমিটি গঠন ও আলোচনা সভাঅনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:০৩

সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদলের ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সেন্টার কমিটি গঠন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক এবং সিরাজগঞ্জ-৫ আসনের ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী আমীরুল ইসলাম খাঁন আলিমের দিকনির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৯ই অক্টোবর) সন্ধ্যায় বানিয়াগাঁতী কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম। তিনি বলেন, "স্বৈরাচারী সরকার শেখ হাসিনার জুলুম-অত্যাচারের বিরুদ্ধে বিএনপি সর্বদা মাঠে রয়েছে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।" আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরামত আলী তালুকদার, নূরুল ইসলাম তুহিন, রুহুল আমিন মোল্লা, হাজী জাবেদ আলী মন্ডল, এবং মনিরুল ইসলাম মনি। বক্তব্যে নেতারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের কঠোর সমালোচনা করেন এবং ভবিষ্যতে মাঠে আন্দোলন-সংগ্রামে যুবদলের ভূমিকা জোরালো করার আহ্বান জানান। সভায় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় যুবদল ও বিএনপির কর্মীরা অংশ নেন।