টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তার পাশে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ভূঞাপুর-যমুনা সেতু পূর্ব আঞ্চলিক মহাসড়কের কষ্টাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সাইফুল ইসলাম, তিনি কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় মাংসের ব্যবসা করতেন সাইফুল। গতকাল দুপুরে তিনি বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। তবে রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ নিতে শুরু করে। আজ সকালে স্থানীয় লোকজন ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের পাশে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, "মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে, কারণ তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।"
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত