সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে পূজা মণ্ডপে হামলার চেষ্টায় যুবক আটক

কুড়িগ্রামের রাজারহাটে পূজা মণ্ডপে হামলার চেষ্টায় যুবক আটক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৪৬

কুড়িগ্রামের রাজারহাটে পূজা মণ্ডপের টিনের বেড়ায় ঘুষি মারার অপরাধে নুর জামাল (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবক রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের অকিয়ত উল্লাহর ছেলে। এই তথ্য নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের দেওদাপাড়া কালিরপাঠ সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা মণ্ডপের টিনের বেড়ায় হাত দিয়ে ঘুষি মারার সময় স্থানীয়রা নুর জামালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওসি রেজাউল করিম বলেন, "রাজারহাট থানার পুলিশ সব ধরনের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে। যুবককে আটক করার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।" পূজা উদ্‌যাপন পরিষদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, "পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করায় জেলা পুলিশকে কৃতজ্ঞতা জানাই।"