সারাদেশ

তাড়াশে বিষমুক্ত সবজি চাষে সাফল্য পেলেন কৃষক পাপ্পু সরকার

তাড়াশে বিষমুক্ত সবজি চাষে সাফল্য পেলেন কৃষক পাপ্পু সরকার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৪৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওশীন গ্রামের কৃষক পাপ্পু সরকার বিষমুক্ত (নিরাপদ) সবজি চাষে সফলতা পেয়েছেন। বেগুন, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি চাষ করে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। পাপ্পু সরকারের পরিবারের সকল খরচই সবজি চাষ থেকে নির্বাহ হয়। এবছর ৩০ শতাংশ জমিতে বেগুন ও কাঁচা মরিচ চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন তিনি। তার লক্ষ্য, এ জমিতে ৬০ মন বেগুন এবং কাঁচা মরিচ উৎপাদন করা। শুধুমাত্র বেগুন নয়, পাপ্পু সরকার আরও বিভিন্ন সবজি যেমন কাঁচা শাক, ডাটাশাক, এবং লালশাকও উৎপাদন করছেন। পাপ্পু সরকার জানান, তিনি সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ সবজি চাষ করেন। আলোর ফাঁদ, ডালপোতা ফাঁদ, হলুদ ও সাদা পেপার ফাঁদ ব্যবহার করে বালাই দমন করেন, এবং নিমপাতা ও বেলপাতার নির্যাস দিয়ে সবজিতে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার না করেই বিষমুক্তভাবে সবজি উৎপাদন করেন। পাপ্পু সরকার বলেন, "মানুষকে সুস্থ রাখতে নিরাপদ সবজি চাষ করছি। লাভ কম হলেও আমি খুশি। আশা করি, এই বিষমুক্ত সবজি মানুষের সুস্থ জীবনযাপন নিশ্চিত করবে।" ২০২২ সালে শাওমি কোম্পানির চাকরি ছেড়ে পাপ্পু সরকার তার বাড়ির পাশের পতিত জমিতে সবজি চাষ শুরু করেন। এবছর ৩০ শতাংশ জমিতে বেগুন ও কাঁচা মরিচ চাষ করে তিনি ভালো লাভ করছেন। দুইদিন পরপর এক মন বেগুন ও কাঁচা মরিচ সংগ্রহ করা হয়। বিষমুক্ত এই সবজির চাহিদা বাজারে ব্যাপক, এবং কৃষক পাপ্পু সরকার এ নিয়ে সন্তুষ্ট। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, "পাপ্পু সরকারের মতো সফল কৃষকদের দেখে আরও চাষি নিরাপদ সবজি চাষে আগ্রহী হবে। সরাসরি বাজারে বিক্রি করতে পারলে তারা ন্যায্যমূল্যও পাবে।"