নীলফামারীর ডোমার প্রেস ক্লাবের নতুন ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাফফর আলীকে সভাপতি এবং দৈনিক স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মোঃ রওশন রশিদকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নতুন কমিটি ঘোষিত হয়, যার সভাপতিত্ব করেন মোহাম্মদ মোজাফফর আলী। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোহনা টিভির মোঃ ময়নুল হক এবং দৈনিক নয়া দিগন্তের তোজাম্মেল হোসেন মঞ্জু নির্বাচিত হয়েছেন। এছাড়া, সহঃ সম্পাদক পদে দৈনিক আমার দেশের আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবজমিনের আব্দুল্লাহ আল মামুন (সোহাগ), অর্থ সম্পাদক পদে দৈনিক আল-আমিনের সমর সাহা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক যুগের আলোর এ আই পলাশ, ক্রীড়া সম্পাদক পদে বিজয় টিভির মোঃ গোলাম রব্বানী, এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে এনটিভি ও আজকের পত্রিকার ইয়াসিন মোহাম্মদ সিথুন নির্বাচিত হয়েছেন।
কমিটির ১২ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন দৈনিক আলাপনের মোসাব্বের হোসেন মানু, দৈনিক বাংলাদেশ বুলেটিনের রতন কুমার রায়, দৈনিক সংবাদের মোঃ আলমগীর হোসেন, দৈনিক খবরপত্রের মোঃ আশরাফুল হক কাজল, দৈনিক ডেসটিনির জাকির হোসেন চৌধুরী, বিডি২৪ রিপোর্ট.কমের শাহিনুর রহমান, দৈনিক চাঁদনী বাজারের মোঃ আবু হোসেন সিদ্দিকী তুষার, দৈনিক দাবানলের জাকির হোসেন হিটলার, দৈনিক আমাদের নতুন সময়ের পঞ্চানন রায়, দৈনিক বাংলাদেশ সমাচারের মোঃ রিপন ইসলাম, দৈনিক মাতৃছায়ার আব্দুর রশিদ, এবং দৈনিক দেশেরপত্রের মোঃ রবিউল ইসলাম।
মতামত