নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক দুর্ঘটনায় রোজিনা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে ডোমার-ডিমলা সড়কের পাঙ্গা চৌপথি ময়নুলের মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত রোজিনা বেগমের স্বামী মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, তারা ডিমলা কলোনি ভাটিয়াপাড়ার তার বেয়াইয়ের বাড়ির উদ্দেশ্যে অটোরিকশায় যাচ্ছিলেন। এসময় অন্য একজন যাত্রী অটো থেকে নামার সময় অটো থামেন। ঠিক তখনই পেছন থেকে আরেকটি অটো আচমকা তাদের অটোর সাথে ধাক্কা দেয়, ফলে রোজিনা বেগম অটোর বাইরে ছিটকে পড়ে যান।
এ সময় অপর দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৪৬৬৩) রোজিনা বেগমকে ধাক্কা দেয়। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় রোজিনা বেগমের স্বামী অক্ষত রয়েছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
মতামত