সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডার ককটেল রাব্বি ও দুই সহযোগী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডার ককটেল রাব্বি ও দুই সহযোগী গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, রাত ১১:০৮

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ অক্টোবর ২০২৪ সকালে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিশোর গ্যাং লিডার ককটেল রাব্বি এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। রাজশাহীর গোদাগাড়ী থানার রেল গেট বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ রাব্বি (২৫) ওরফে ককটেল রাব্বি ২. মোঃ জাকির হোসেন (৩৫) ৩. মোঃ জিঞ্জির সোহেল (৩০) এর আগে, গত ২০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সেনাবাহিনী ক্যাম্পের কাছাকাছি এলাকায় সংগঠিত হয়েছিল। এই ঘটনায় একজন গুরুতর আহত হলে থানায় হত্যা প্রচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। ককটেল রাব্বি সেই ঘটনার মূলহোতা হলেও, সে দীর্ঘদিন পলাতক ছিল। র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ অক্টোবর সকালে রাজশাহীর গোদাগাড়ী থেকে রাব্বি ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।