সারাদেশ

গৌরনদী ও আগৈলঝাড়ায় ২৫৩টি মন্ডপে পূজা শুরু

গৌরনদী ও আগৈলঝাড়ায় ২৫৩টি মন্ডপে পূজা শুরু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, রাত ১১:০২

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায়। ষষ্ঠী বোধনের মধ্য দিয়ে গৌরনদীর ৮২টি এবং আগৈলঝাড়ার ১৭১টি, মোট ২৫৩টি পূজা মন্ডপে পূজা-অর্চনা শুরু করেছেন পুরোহিতরা। পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানার পুলিশ ও আনসার ভিডিপির পক্ষ থেকে স্থায়ী নিরাপত্তার পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিরাপত্তায় থাকবেন। উপজেলার পূজা মন্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য বুধবার দুপুরে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন গৌরনদী ও আগৈলঝাড়ার দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ আবু আব্দুল্লাহ খান এবং ফারিহা তানজিন।