পিরোজপুরে পুলিশ ও ডিবি’র যৌথ অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় রমজান আলী সিকদার ওরফে ফেন্সী রমজান নামে একজন পালিয়ে যায়। বুধবার সকালে শহরের মাছিমপুর এলাকার বলাকা ক্লাব রোডের নাসিমা মঞ্জিলে এই অভিযান চালানো হয়।
অভিযুক্ত রমজান আলী সিকদার সদর উপজেলার বাশবাড়িয়া এলাকার মৃত শাহ আলম সিকদারের পুত্র। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান এক প্রেসব্রিফিং এ জানান, বুধবার বেলা ১১টায় পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান ও ডিবি পুলিশের এসআই মো: নুরুল আমিন হাওলাদারের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
এ সময় রমজান আলী সিকদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জানা গেছে, তিনি নাসিমা মঞ্জিলের এই বাসাটি দুই মাস আগে ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পিরোজপুর সদর থানায় রমজান আলী সিকদারের নামে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পুলিশ মাদক বিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
মতামত