সারাদেশ

গৌরনদী বিআরডিবি’র নির্বাচন সম্পন্ন

গৌরনদী বিআরডিবি’র নির্বাচন সম্পন্ন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, রাত ১০:৫৮

উৎসবমুখর পরিবেশে বরিশালের গৌরনদী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান পদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে ৮৮ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোট প্রদান করেন। নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সোহানুর রহমান সোহাগ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহুরুল ইসলাম জহির (চেয়ার প্রতীক) পেয়েছেন ৩০ ভোট এবং অপর প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ২০ ভোট। এক ভোট বাতিল হয়েছে এবং দুইজন ভোটার উপস্থিত ছিলেন না। নির্বাচন কমিশনার ও জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক আমিনুল ইসলাম খোকন নির্বাচন ফলাফল নিশ্চিত করেছেন।