চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কানসার্ট এলাকায় ৫৯ বিজিবির এক অভিযানে ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোনগুলো আটক করা হয়।
চোরাই মোবাইলগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মতামত