শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পানামা সোনামসজিদ পার্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান জানান, শারদীয় দুর্গাপূজার কারণে বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে বন্দর পুনরায় চালু হবে।
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে শুধুমাত্র ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে এবং অন্যান্য দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবে চলবে।
মতামত