শিক্ষাঙ্গন

ইবি শিক্ষার্থী আদনানের সুইসাইড নোট: ‘এই বাস্তবতা থেকে আমি মুক্তি চাই

ইবি শিক্ষার্থী আদনানের সুইসাইড নোট: ‘এই বাস্তবতা থেকে আমি মুক্তি চাই

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, রাত ১০:৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সুইসাইড নোটে লিখেছেন, "এই বাস্তবতা থেকে আমি মুক্তি চাই"—এই মর্মস্পর্শী কথা দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) নিজ গ্রামের বাড়ি মানিকগঞ্জে গলায় রশি দিয়ে আদনান ফেরদৌস (২২) আত্মহনন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ক্যাম্পাস সূত্রে জানা যায়, আদনান প্রথমে ফোকলোর স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে পুনরায় ভর্তি পরীক্ষা দিয়ে ট্যুরিজম বিভাগে যোগ দেন। কিছু মানসিক বিপর্যয়ের কারণে তিনি কিছুদিন আগে বিভাগে পড়াশোনা স্থগিত করে দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বাড়িতে অবস্থান করছিলেন। তার সুইসাইড নোটে আদনান লেখেন, "আজকে আমার পৃথিবীতে শেষ দিন। সবকিছু অসহনীয় হয়ে উঠেছে। আমি সবার জন্য বোঝা হয়ে গেছি। এই বাস্তবতা থেকে মুক্তি চাই।" তিনি আরও অনুরোধ করেন তার লাশের পোস্টমর্টেম না করার জন্য। আদনানের বাবা ইসমাইল হোসেন বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং তার চিকিৎসা চলছিল। এদিকে আদনানের মৃত্যুতে তার বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। বিভাগের সভাপতি শরিফুল ইসলাম জানান, আদনান ছিলেন খুব মেধাবী ছাত্র এবং তার এই অকালমৃত্যুতে ট্যুরিজম পরিবার গভীর শোকাহত।