সারাদেশ

সিরাজগঞ্জ জেলা স্কাউটস নির্বাহী সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা স্কাউটস নির্বাহী সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, বিকাল ৪:২২

বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলার ৬১ তম, নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলার আয়োজনে ৬১ তম নির্বাহী কমিটির সভাটি অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠান‌টি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সহ-সভাপতি গনপতিরায় এর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা সহ-সভাপতি আবু তাহের মিয়া (এল টি), কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক ( পাবনা-সিরাজগঞ্জ) আবু সাঈদ ( এ এলটি) , সহকারী কমিশনার সংগঠন ও বিধি খালেকুজ্জামান খান (এল টি) সহকারী কমিশনার মো.লোকমান হোসেন, নির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠা‌নের শুরুতে বিগত ৬০ তম, সভায় কার্যবিবরণী পাঠ নিশ্চিতকরণ, জেলা স্কাউটসের ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহত হয়। অনুষ্ঠান‌টির সঞ্চালনা করেন, জেলা স্কাউটস এর সম্পাদক সরকার ছানোয়ার হোসেন।