সারাদেশ

তাড়াশে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৪ পালিত

তাড়াশে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৪ পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, দুপুর ২:১৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৪ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল "জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক।" বুধবার (৯ অক্টোবর) সকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবর্তন (এনজিও)-এর নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আহ্বায়ক মোঃ সাব্বির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সানোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফা, আলহাজ হোসেন রনি, রেজাউল করিম ঝন্টু, মনিরুল ইসলাম, ফিরোজ আল-আমিন, মজিবর রহমান, মাহবুবুর রহমানসহ আরো অনেকে।