সিরাজগঞ্জের শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এক প্রেস ব্রিফিং আয়োজন করেছে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির উপদেষ্টা ড. এম.এ. মুহিতের খঞ্জনদিয়ার বাসভবনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দুর্গাপূজা উদযাপনের সময় মন্দির ও আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিক চৌধুরী এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ, আরাফাত আলী রবিউল, বখতিয়ার ভুইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহা বাণী এবং সাধারণ সম্পাদক বাসুদেব দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে নেতারা জানান, পূজা উদযাপনের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সক্রিয় তৎপরতা থাকবে। মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সকলের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পূজা উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মতামত