বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল মাছ শিকার। "মাছে-ভাতে বাঙালি" এই প্রবাদটি বহন করে বাঙালির মাছের প্রতি ভালোবাসা ও আবেগকে। সেই প্রাচীন কালের মাছ শিকারের কৌশল আজও প্রচলিত, বিশেষ করে রাতের বেলায় আলো জ্বালিয়ে টেটা ও পলো দিয়ে মাছ শিকারের পদ্ধতি।
চলনবিলের বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি কমে গেলে, জেলে এবং শৌখিন মাছ শিকারিরা রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে পানির নিচে মাছ খুঁজে শিকার করেন। তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামের রাজু আহমেদ জানান, তারা সন্ধ্যার পর থেকে লাইট, টেটা, এবং পলো নিয়ে বিলে নামেন। পানির নিচের মাছ খুঁজে বিশেষ করে টাকি মাছ বেশি ধরেন, পাশাপাশি কিছু দেশি প্রজাতির মাছও পাওয়া যায়।
মাগুরা বিনোদ ইউনিয়নের দিঘী সগুনা গ্রামের শৌখিন মাছ শিকারি আলমগীর হোসেন বলেন, "আলো জ্বালিয়ে টেটা ও পলো দিয়ে মাছ ধরা একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। এই পদ্ধতিতে প্রথমে নিজ চোখে মাছ দেখে, তারপর টেটা দিয়ে তা ধরা হয়।"
গত মঙ্গলবার রাতে সরেজমিনে চলনবিলের বিভিন্ন এলাকায় দেখা গেছে, মাছ শিকারিরা আলো জ্বালিয়ে সারিবদ্ধভাবে পানিতে মাছ ধরার কাজে মগ্ন।
তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মসগুল আজাদ বলেন, "রাতের বেলায় আলো জ্বালিয়ে টেটা ও পলো দিয়ে মাছ ধরা পরিবেশবান্ধব এবং এতে মাছের কোনো ক্ষতি হয় না।"
মতামত