সারাদেশ

সাতক্ষীরায় ভূমিদস্যুদের দখলে ১৭ শত বিঘা মৎস্য ঘের, জমির মালিকদের আবেদন প্রশাসনের কাছে

সাতক্ষীরায় ভূমিদস্যুদের দখলে ১৭ শত বিঘা মৎস্য ঘের, জমির মালিকদের আবেদন প্রশাসনের কাছে

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, দুপুর ১২:০১

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ও জগন্নাথপুর মৌজায় অবস্থিত ১৭ শত বিঘা মৎস্য ঘের ভূমিদস্যুদের দখলে রয়েছে বলে অভিযোগ করেছেন প্রকৃত মালিকগণ। তারা সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে জমির দখল ফিরে পেতে আবেদন করেছেন। অভিযোগ অনুযায়ী, সাবেক স্বৈরাচারী সরকারের মন্ত্রী রুহুল হক ও তৎকালীন পুলিশ সুপার মনিরুজ্জামানের মদতে খলিষাখালী গ্রামের সাইফুল গাজী ও তার সহযোগীরা ঘেরটি অবৈধভাবে দখল করে রেখেছেন। প্রকৃত মালিকগণ জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারা তাদের মৎস্য ঘেরে ফিরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ভূমিদস্যু সাইফুল গাজীর নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী মহিউদ্দিন জানান, সাবেক মন্ত্রী রুহুল হক ও পুলিশ সুপার মনিরুজ্জামানের আশ্রয়ে সাইফুল গাজী ও তার দলবল তাদের জমি দখল করে রেখেছে। তারা পুলিশ দিয়ে হয়রানি করছে এবং জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। রফিকুল ইসলাম, আরেক ভুক্তভোগী, জানান যে তিনি জমির ওয়ারেশ হওয়া সত্ত্বেও স্বৈরাচারের পৃষ্ঠপোষকতার কারণে তার জমিতে যেতে পারছেন না। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং সাবেক মন্ত্রী রুহুল হক ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।